Update

২০২৬ শিক্ষাবর্ষে “ভর্তি চলছে”

ধর্মীয় ও জেনারেল শিক্ষার এক অনন্য সমন্বয়

Where knowledge meets faith

#
About Institute

সার্বিক বিবেচনায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মূলত দুটি ধারায় বিভক্ত-সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা। সাধারণ শিক্ষায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হলেও নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাব স্পষ্ট। অপরদিকে, মাদ্রাসা শিক্ষা সুপ্রাচীন ও কল্যাণমুখী শিক্ষার ধারক হিসেবে সুপরিচিত। এই শিক্ষাধারা ইসলামী জীবন দর্শনের আলোকে উপমহাদেশসহ সারা পৃথিবীতে গড়ে তুলছে আখিরাতমূখী মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ। কিন্তু এই শিক্ষাধারা নৈতিকতা ও মূল্যবোধের মানদন্ডে উত্তীর্ণ একদল আদর্শ মানুষ ও দক্ষ আলেম তৈরীতে সফল হলেও এর দ্বারা সময়োপযোগী ও সৃজনশীল মানুষ সেভাবে তৈরী হচ্ছে না। এই বাস্তবতা সামনে রেখে আমরা নাফহাতুল ইলম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, যেখানে সাধারণ ও দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটবে। এই স্কুলে শিক্ষার্থীরা একদিকে যেমন কুরআন-হাদিস, ফিকহ, সিরাত ও ইসলামী নৈতিকতা শিখবে, অন্যদিকে বিজ্ঞান, গণিত, ভাষা ও প্রযুক্তি শিক্ষা লাভ করবে। ফলে, তারা কেবল ধর্মীয় জ্ঞানেই সমৃদ্ধ হবেনা, বরং আধুনিক বিশ্বেও দক্ষ ও যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে। এই সমন্বিত শিক্ষা ব্যবস্থা একটি ভারসাম্যপূর্ণ শিক্ষার পরিবেশ তৈরি করবে, যা শিক্ষার্থীদের আত্মিক উন্নয়ন, একাডেমিক উৎকর্ষ এবং বাস্তব জীবনের দক্ষতা অর্জনে সহায়তা করবে। এর মাধ্যমে নৈতিকতাসম্পন্ন, বিজ্ঞানের জ্ঞানসম্পন্ন, দক্ষ এবং সৎ নাগরিক গড়ে তোলা সম্ভব হবে, যা সমাজ ও জাতির জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আমরা বিশ্বাস করি।

Director's Messages

#
#

Director's Massage

মুফতি নাফিস মাহমুদ আযহারী

আলহামদুলিল্লাহ, নতুন একটি শিক্ষাবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা আবারও জ্ঞানের আলো ছড়ানোর নতুন যাত্রায় পা রাখছি। নাফহাতুল ইলম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এমন একটি দৃষ্টিভঙ্গি নিয়ে—যেখানে ইসলামী আদর্শ ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে একটি নৈতিক, জ্ঞানসমৃদ্ধ ও আলোকিত প্রজন্ম গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস, শিক্ষা শুধু তথ্য অর্জনের মাধ্যম নয়; বরং এটি আত্মশুদ্ধি, চরিত্র গঠন ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার একটি যাত্রা। প্রতিটি শিক্ষার্থীর ভেতর নিহিত সম্ভাবনাকে জাগ্রত করা, তাদের হৃদয়ে ঈমান, আদব ও জ্ঞানের প্রতি ভালোবাসা জাগানোই আমাদের প্রধান লক্ষ্য। এই পথচলায় আমরা শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের একত্রে একটি পরিবার হিসেবে দেখি—যেখানে ভালোবাসা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতাই অগ্রগতির ভিত্তি। আসুন, আমরা সবাই মিলে জ্ঞানের আলো ও নৈতিকতার দিশায় আগামীর সমাজকে আলোকিত করি।

# Notice Board

Our Teachers